সদরপুরে প্লাস্টিক কাটার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা
ফরিদপুরের সদরপুর উপজেলার আলোমের মোড় এলাকায় একটি প্লাস্টিক কাটার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মিলটির বিপুল পরিমাণ প্লাস্টিক ও যন্ত্রপাতি পুড়ে গেছে। মিল মালিকের দাবি, এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার দিকে মিলের এক পাশে জমা করে রাখা প্লাস্টিকের স্তুপে আগুন জ্বলতে দেখতে পান স্থানীয়রা। দ্রুত মিল মালিক সোবাহান মুন্সীকে জানানো হলে তিনি স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
পরবর্তীতে সদরপুর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে রাত আনুমানিক ৮টার দিকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
মিল মালিক সোবাহান মুন্সী জানান, ব্যাংক ঋণ নিয়ে তিনি এই মিল স্থাপন করেছিলেন এবং এর আয়ের ওপর নির্ভর করেই তার পরিবার চলত। অগ্নিকাণ্ডে সবকিছু পুড়ে যাওয়ায় তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। এটি পরিকল্পিতভাবে শত্রুতার জেরে ঘটানো হয়েছে বলে দাবি করে তিনি ঘটনার সঙ্গে জড়িতদের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে সদরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা নরেন্দ্রনাথ চৌধুরী জানান, আগুন লাগার সঠিক কারন এখনো জানাযায়নি। সময়মতো ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।




Comments