পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রিফাত (২১)-কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কুয়াকাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফা বরিশাল জেলার বায়োরগাতি এলাকার আ. খালেক হাওলাদারের মেয়ে। চার মাস আগে রিফাতের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর তারা কুয়াকাটায় ভাড়া বাসায় বসবাস শুরু করেন। রিফাত স্থানীয় একটি রেস্তোরাঁতে কাজ করতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের পর থেকেই এই দম্পতির মধ্যে প্রায়ই পারিবারিক কলহ লেগেই থাকত। সোমবার রাতে ওই ঘর থেকে চিৎকার ও কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে যান। ঘরে ঢুকে তারা আরিফার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন এবং নিহতের স্বামী রিফাতকে লাশের পাশে বসে থাকতে দেখেন। পরবর্তীতে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এক প্রতিবেশী জানান, ‘হঠাৎ চিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি ঘরের মেঝেময় রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে এবং আরিফার নিথর দেহ পড়ে আছে। অবস্থা দেখে আমরা তাৎক্ষণিক পুলিশকে খবর দেই।’
মহিপুর থানা পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কিছু, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments