Image description

রাজশাহীর পুঠিয়ার বিভিন্ন হাটবাজারে হঠাৎ করেই বেড়ে গেছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির মূল্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় চরম বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষজন বাজারে এসে প্রয়োজনীয় সবজি কিনতেই হিমশিম খাচ্ছেন। তবে ঊর্ধ্বগতির এই বাজারে কিছুটা কমেছে মুড়িকাটা পিঁয়াজের দাম।

মঙ্গলবার (৬ জানুয়ারি) উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ পাইকারি বাজার বানেশ্বর হাট ঘুরে দেখা যায়, সপ্তাহখানেক আগের তুলনায় বেগুন, টমেটো, শিম, করলা ও লাউসহ প্রায় সব সবজির দাম কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।

বাজার দর বিশ্লেষণে দেখা গেছে, প্রতি কেজি টমেটো এখন বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়, নতুন লাল আলু ৫০-৬০ টাকা, বেগুন ৭০-৯০ টাকা এবং ফুলকপি ও শিম ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া খিরা বা শসা ৫০-৮০ টাকা এবং মুলা ৫০-৬০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। তবে বাজারে স্বস্তি দিচ্ছে দেশি মুড়িকাটা পিঁয়াজ, যা বর্তমানে কেজি প্রতি ৪০-৬০ টাকায় পাওয়া যাচ্ছে।

বাজারে বাজার করতে আসা মাহাবুব নামে এক ক্রেতা বলেন, "আয়ের তুলনায় সবজির দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। তবুও বাধ্য হয়ে কিনতে হচ্ছে। দাম বেশি হওয়ায় এখন প্রয়োজনের তুলনায় অনেক কম সবজি নিয়ে বাসায় ফিরছি।"

সবজি বিক্রেতা শরিফ হোসেন জানান, পাইকারি বাজারে সবজির সরবরাহ কম থাকায় এবং কিছু সবজির মৌসুম শেষ হয়ে আসায় দাম বৃদ্ধি পেয়েছে। তবে নতুন মৌসুমের সবজি বাজারে পর্যাপ্ত পরিমাণে এলে দাম আবারও সাধারণ মানুষের নাগালে আসবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

মানবকণ্ঠ/ডিআর