Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ। 

গ্রেপ্তারকৃত রোজি ঢাকা মহানগর দক্ষিণ যুব মহিলা লীগের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর সোনারগাঁও থানায় খালেদা আক্তার রোজির বিরুদ্ধে দুটি পৃথক মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্য আইনের (The Explosive Substances Act) ৩/৬ ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় (১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০৭/৩২৩/৩২৬/১০৯/১১৪) নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক এই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী খালেদা আক্তার রোজি ওরফে লাবণ্য (৪৬)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।