হবিগঞ্জের লাখাই উপজেলায় আবারও সক্রিয় হয়ে উঠেছে সংঘবদ্ধ ট্রান্সফরমার চোর চক্র। সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার লখনাউক গ্রামে একটি সেচ পাম্প ও একটি আবাসিক লাইনের মোট দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সেচ মৌসুমের শুরুতে এ ধরনের চুরিতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, লখনাউক গ্রামের বাসিন্দা মো. এনু মিয়ার মালিকানাধীন একটি ১০ কেভি (KV) সেচ পাম্পের ট্রান্সফরমার এবং তার পাশেই থাকা একটি আবাসিক মিটারের ১ কেভি (KV) ট্রান্সফরমার রাতে চুরি হয়ে যায়।
ভুক্তভোগী কৃষক জানান, রাতে হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় তারা ভেবেছিলেন এটি স্বাভাবিক লোডশেডিং। কিন্তু সকালে পিলারের কাছে গিয়ে দেখেন পিলারের ওপর মূল্যবান ট্রান্সফরমারগুলো নেই। বর্তমান বোরো মৌসুমে সেচ পাম্পের ট্রান্সফরমারটি চুরি হয়ে যাওয়ায় চাষাবাদ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।
এ ঘটনার পর উপজেলাজুড়ে সাধারণ গ্রাহক ও কৃষকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। রাতে হঠাৎ বিদ্যুৎ চলে গেলে ঘরে বসে না থেকে তাৎক্ষণিক ট্রান্সফরমার পিলারের দিকে নজর দিতে এবং সন্দেহভাজন কাউকে দেখলে গ্রামবাসী ও বিদ্যুৎ অফিসকে অবহিত করার অনুরোধ করা হয়েছে। এছাড়া নিজ নিজ এলাকার সেচ পাম্প ও ট্রান্সফরমার রক্ষায় পাহারার ব্যবস্থা করার ওপর জোর দিচ্ছেন স্থানীয়রা।
উল্লেখ্য, চোর চক্র সাধারণত প্রথমে বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয় এবং সুযোগ বুঝে পিলারে উঠে ট্রান্সফরমার নিয়ে চম্পট দেয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments