Image description

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দাবিকৃত চাঁদা না দেওয়ায় মো. জহিরুল ইসলাম লিটন নামে এক প্রবাসীর বাড়িতে বর্বরোচিত হামলা ও ভাঙচুর চালিয়েছে স্থানীয় চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা। 

সোমবার (৪ জানুয়ারি) উপজেলার বাবরুকপুর গ্রামে এই ঘটনা ঘটে। সন্ত্রাসীরা কেবল ঘরবাড়ি ভাঙচুরই করেনি, বাড়ির ফলদ বৃক্ষ কেটে ফেলাসহ বিদ্যুৎ, পানি ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে।

এ ঘটনায় প্রবাসীর স্ত্রী রণি আক্তার বাদী হয়ে সোনারগাঁও থানা ও জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাবরুকপুর গ্রামে বাড়ি নির্মাণের সময় থেকেই কানাইনগর গ্রামের হাসমত উল্লাহ (৩০), সবুজ (২২), আউয়াল (৩০), রাকিব (২৫), জসীম, আলাউদ্দিন ও হাসানসহ অজ্ঞাত আরও ১০-১২ জন ওই পরিবারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে আসছিল। এর আগে অভিযুক্ত হাসমত ও আউয়াল 'মসজিদের তহবিলে দান করা হবে' বলে প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। তবে মসজিদ কমিটির সভাপতি হাফেজ মিয়া জানিয়েছেন, ওই টাকা মসজিদে জমা দেওয়া হয়নি। এছাড়া গত বছরের শেষে বাড়ির কাজ সম্পন্ন হওয়ার পর মিলাদ মাহফিলের সময়ও তারা ভয়ভীতি দেখিয়ে ১০ হাজার টাকা আদায় করে।

ভুক্তভোগী রণি আক্তার জানান, সর্বশেষ গত ৫ জানুয়ারি রাত ৯টার দিকে ওই চক্রটি মাদকাসক্ত অবস্থায় পুনরায় বাড়িতে এসে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা কুড়াল দিয়ে বাড়ির সব ফলদ গাছ কেটে ফেলে এবং পিলারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার নিয়ে যায়। এছাড়া পানি ও গ্যাসের লাইনও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর রাতে ওই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ডাকাতরা অস্ত্র ঠেকিয়ে নগদ ২০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নেয়। ভুক্তভোগীদের ধারণা, এই মাদকসেবী চাঁদাবাজ চক্রই ওই ডাকাতির সঙ্গে জড়িত।

ঘটনা শোনার পর নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠান এবং দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের নির্দেশ দেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর