Image description

ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে এলপিজি গ্যাস বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ব্যবসায়ীকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।

আদালত সূত্রে জানা যায়, এলপিজি গ্যাসের বাজারমূল্য নিয়ন্ত্রণ ও ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। এসময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৯ ও ৪০ ধারায় বড় ডিলার মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা এবং খুচরা বিক্রেতা মেসার্স রাকিব ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন জানান, "কিছু অসাধু ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলছে। জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে এ ধরনের ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।"

মানবকণ্ঠ/ডিআর