Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে টাঙ্গাইলের ধনবাড়ীতে সাধারণ ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রচারণা শুরু করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনাথপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এক বিশেষ প্রচার কার্যক্রম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে এবং যদুনাথপুর ইউনিয়ন পরিষদের সার্বিক সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী। তিনি ভোটারদের মাঝে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য এবং ভোট প্রদানের সঠিক পদ্ধতি নিয়ে বিস্তারিত দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধনবাড়ী হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ ও যদুনাথপুর ইউনিয়ন পরিষদের বর্তমান প্রশাসক রাসেল পারভেজ তমাল। তিনি ভোটারদের নাগরিক দায়িত্ব পালনে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রচারণা কার্যক্রমের অংশ হিসেবে সাধারণ ভোটারদের জন্য গণভোট বিষয়ক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এর মাধ্যমে অত্যন্ত সহজ ও প্রাঞ্জলভাবে গণভোটের বিভিন্ন কারিগরি দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ ভোটাররা গণভোট সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন এবং কর্মকর্তাদের কাছ থেকে এর উত্তর জেনে নেন। স্থানীয় জনগণের মাঝে এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, ভোটারদের দোরগোড়ায় নির্বাচনের সঠিক তথ্য পৌঁছে দিতে এই ধরনের প্রচারণা অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/ডিআর