আনোয়ারায় খুদে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী দিলেন ইউএনও
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১১টি ইউনিয়নের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের এই বিশেষ উপহার শিক্ষার্থীদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। এসময় ইউএনওর হাত থেকে নতুন রঙিন ব্যাগ পেয়ে খুদে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দে আত্মহারা এক শিক্ষার্থী বলে, ‘আজ নতুন সুন্দর একটা ব্যাগ পেয়েছি। আমার খুব ভালো লাগছে, এখন থেকে এই ব্যাগ নিয়ে স্কুলে যাব।’
ইউএনও’র এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। তারা জানান, গ্রামাঞ্চলে অনেক দরিদ্র পরিবার রয়েছে যাদের পক্ষে সন্তানদের জন্য মানসম্মত স্কুল ব্যাগ বা শিক্ষা সামগ্রী কেনা কষ্টসাধ্য। এই উপহারের ফলে শিশুরা পড়াশোনায় নতুন উদ্যম পাবে এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি বাড়বে।
এ বিষয়ে ইউএনও তাহমিনা আক্তার বলেন, ‘শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহিত করতে এবং ঝরে পড়া রোধে এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই প্রতিটি শিশু যেন সুন্দর পরিবেশে শিক্ষা লাভ করে। শিশুদের স্কুল জীবনের শুরু হয় প্রাথমিক শিক্ষার মাধ্যমে, আর এই শিক্ষাকে আরও আনন্দময় করে তুলতেই সরকারের এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।’
মানবকণ্ঠ/ডিআর




Comments