হাড়কাঁপানো শীত আর উপকূলীয় হিমেল হাওয়ায় বিপর্যস্ত চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার মুছাপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মাহিম (৬)। সে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কালামিয়া সর্দার বাড়ির মোহাম্মদ মাকসুদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে সন্দ্বীপে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে হঠাৎ করেই শিশু মাহিম তীব্র শ্বাসকষ্টে আক্রান্ত হয়। দ্রুত শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরিবারের সদস্যরা তাকে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে মাহিম শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
শিশু মাহিমের অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। আদরের সন্তানকে হারিয়ে বাবা-মায়ের বুকফাটা আর্তনাদে ভারী হয়ে উঠেছে মুছাপুরের আকাশ-বাতাস। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এদিকে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। চিকিৎসকরা জানিয়েছেন, শৈত্যপ্রবাহের কারণে নিউমোনিয়া, হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগের প্রকোপ বহুগুণ বেড়ে গেছে।
স্বাস্থ্য বিভাগের বিশেষ পরামর্শ
১. শিশু ও বয়স্কদের সবসময় পর্যাপ্ত গরম কাপড় পরিয়ে রাখা।
২. কুয়াশা ও সরাসরি ঠান্ডা বাতাস থেকে দূরে থাকা।
৩. বিশেষ করে রাতে ও ভোরে ঘর থেকে বের না হওয়া।
৪. শ্বাসকষ্ট, জ্বর বা সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।
সচেতন মহলের মতে, শিশু মাহিমের মৃত্যু আমাদের মনে করিয়ে দিচ্ছে যে শীতের এই সময়ে সামান্যতম অবহেলাও বড় ধরনের ট্র্যাজেডির কারণ হতে পারে। তাই বিশেষ করে শিশুদের সুরক্ষায় বাড়তি নজর দেওয়া জরুরি।
মানবকণ্ঠ/ডিআর




Comments