Image description

লক্ষ্মীপুরের রামগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চার মাস বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেল ৩টার দিকে রামগঞ্জ পৌরসভার ৭ নম্বর টামটা ওয়ার্ডের নরিমপুর এলাকার ইয়াছিন মজুমদার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত এবং একটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে খাবার শেষে দুলালের স্ত্রী বাড়ির বাইরে কাপড় আনতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ঘরের ভেতরে দাউদাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। ঘরে ঘুমিয়ে থাকা চার মাস বয়সী শিশু আয়াতকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন স্বজনরা। ফলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দ্রুত তা পার্শ্ববর্তী শহীদের বসতঘরেও ছড়িয়ে পড়ে। এতে দুটি ঘর মালামালসহ পুড়ে ছাই হয়ে যায় এবং পাশের আরেকটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং শিশুটির মরদেহ উদ্ধার করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "অগ্নিকাণ্ডে চার মাস বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এদিকে অবুঝ শিশুটিকে হারিয়ে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর