গাজীপুর মহানগরকে অপরাধমুক্ত ও জননিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সরাসরি জনগণের দ্বারপ্রান্তে পৌঁছানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোঃ ইসরাইল হাওলাদার। তিনি ঘোষণা দিয়েছেন, অপরাধ দমনে এখন থেকে কোনো সোর্স বা দালাল নির্ভরতা চলবে না; জনগণই হবে পুলিশের সবচেয়ে বড় শক্তি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে বাসন মেট্রো থানাধীন চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে আয়োজিত এক ‘অপরাধ দমন পথসভায়’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিএমপি কমিশনার বলেন, “মানুষ যেমন প্রয়োজনে পুলিশের কাছে আসে, তেমনি এখন থেকে পুলিশ সরাসরি জনগণের কাছে যাবে। অপরাধ দমনে আমাদের সোর্স কিংবা দালাল নির্ভরতার দিন শেষ। সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগই হবে অপরাধ দমনের একমাত্র পথ।”
জনগণকে তাৎক্ষণিক সহায়তার জন্য জিএমপির পক্ষ থেকে বিশেষ স্টিকার অবমুক্ত করার কথা জানান কমিশনার। এই স্টিকারে ছিনতাই, ডাকাতি, অপহরণ, মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, চাঁদাবাজি এবং খাদ্যে ভেজালসহ বিভিন্ন অপরাধের ধরন উল্লেখসহ গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তাদের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। কোনো অপরাধ সংঘটিত হলে বা তথ্য থাকলে সরাসরি এসব নম্বরে কল করার জন্য তিনি নগরবাসীকে আহ্বান জানান।
জরুরি যোগাযোগের নম্বরসমূহ
পথসভায় জানানো হয়, যেকোনো অপরাধের তথ্যের জন্য নাগরিকরা নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে পারবেন-
উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-উত্তর): ০১৩২০০৭০৫০০
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-উত্তর): ০১৩২০০৭০৫০১
অফিসার ইনচার্জ (বাসন থানা): ০১৩২০০৭০৫৫৩
অফিসার ইনচার্জ (সদর থানা): ০১৩২০০৭০৫২৪
অফিসার ইনচার্জ (কোনাবাড়ী থানা): ০১৩২০০৭০৫৮২
অফিসার ইনচার্জ (কাশিমপুর থানা): ০১৩২০০৭০৬১১
পথসভায় আরও উপস্থিত ছিলেন জিএমপির এডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ তাহেরুল হক চৌহান, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম-উত্তর) এস এম শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম আশরাফুল আলমসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উপস্থিত সাধারণ মানুষ এবং ব্যবসায়ীরা পুলিশের এই সরাসরি জনসম্পৃক্ততামূলক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। কমিশনার আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের স্বতঃস্ফূর্ত তথ্য আদান-প্রদানের মাধ্যমে গাজীপুরকে দ্রুত একটি মডেল ও নিরাপদ নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।
মানবকণ্ঠ/ডিআর




Comments