Image description

টাঙ্গাইলের সখীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আসলাম সিকদার (২৩) নামের এক সৌদি প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। মাত্র একদিন আগে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন তিনি। আগামী শুক্রবার তার বিয়ে হওয়ার কথা ছিল। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মোটেরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম উপজেলার বড়চওনা ইউনিয়নের বেলতলী এলাকার হেলাল সিকদারের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আসলাম সিকদার গত সোমবার (৫ জানুয়ারি) রাতে সৌদি আরব থেকে বাড়িতে ফেরেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বড়চওনা বাজারে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে মোটেরপাড় নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাইপবোঝাই ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ইউসুফ ড্রাইভার কান্নাজড়িত কণ্ঠে বলেন, "আসলাম অনেক স্বপ্ন নিয়ে গত রাতেই বিদেশ থেকে দেশে ফিরেছিল। আগামী শুক্রবার ওর বিয়ে হওয়ার কথা ছিল। বাড়িতে বিয়ের আনন্দ চলছিল, কিন্তু একটি দুর্ঘটনা সব শেষ করে দিল। ভাগ্যের কী নির্মম পরিহাস, আসলামের আর বিয়ে করা হলো না।"

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/ডিআর