Image description

পটুয়াখালীর বাউফলে শিশুদের খেলা নিয়ে বিরোধের জেরে মামুন (৩৩) নামে এক যুবককে প্রকাশ্যে বেধড়ক মারধর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবক বর্তমানে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাউফল উপজেলার গোসিংগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনার সূত্রপাত হয় এবং সন্ধ্যায় আফসেরের গ্রেজ বাজারে হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টার দিকে শিশুদের খেলাকে কেন্দ্র করে মামুনের ছেলের সঙ্গে প্রতিবেশী সাদ্দামের ছেলের হাতাহাতি হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি শান্ত করতে বিষয়টি স্থানীয় বিএনপি নেতা ও সংসদ সদস্য পদপ্রার্থী শহিদুল আলম তালুকদারকে জানানো হলে তিনি উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে মীমাংসার আশ্বাস দেন।

তবে অভিযোগ উঠেছে, বিষয়টি মীমাংসার অপেক্ষায় থাকলেও ওইদিন সন্ধ্যায় আফসেরের গ্রেজ বাজারে মামুনকে একা পেয়ে সাদ্দাম ও তাঁর দুই ভাই মিলে অতর্কিত হামলা চালান। মামুনকে বেধড়ক মারধর করা হলে তিনি প্রাণ বাঁচাতে পাশের একটি মুদি দোকানে আশ্রয় নেন। এসময় হামলাকারীরা ওই দোকানে ঢুকে আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে এবং ক্যাশে থাকা নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মামুনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, বাজারে প্রকাশ্যে হামলা ও দোকান ভাঙচুরের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ব্যবসায়ীরা এ ধরনের কর্মকাণ্ডকে সন্ত্রাসী কাজ হিসেবে উল্লেখ করে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সিদ্দিকুর রহমান বলেন, "ঘটনাটি শুনেছি, তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আহত মামুনের পরিবার এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

মানবকণ্ঠ/ডিআর