চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় একটি ভুট্টা ক্ষেত থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার খাসকররা ইউনিয়নের কায়েতপাড়া মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কায়েতপাড়া মাঠের একটি ভুট্টা ক্ষেতের ভেতরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। পরে খবর পেয়ে গ্রাম পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "মাঠে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। এই বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, "এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা পিবিআই বা আধুনিক প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।"
পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আপাতত ঘটনার নেপথ্যে কোনো রহস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments