আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন ও গণভোট সংক্রান্ত বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যতিক্রমী প্রচারণা চালানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার গো-হাটী এলাকায় "ভোটের গাড়ি"র মাধ্যমে ভিডিও চিত্র প্রদর্শন করে সাধারণ ভোটার ও শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা হয়।
পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ সেলিম আহমেদের সৌজন্যে এই প্রচারণামূলক কর্মসূচির আয়োজন করা হয়। ভিডিও চিত্র প্রদর্শনীতে সাধারণ ভোটারদের পাশাপাশি বিপুল সংখ্যক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এর মাধ্যমে নির্বাচনি আইন-কানুন এবং গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হয়।
প্রচারণা চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলায়েত হোসেন, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোহাম্মদ রায়হান, উপজেলা প্রকৌশলী মোঃ মোবারক হোসেনসহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করতে এবং ভোটারদের অধিকার সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ এই "ভোটের গাড়ি"র মাধ্যমে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হবে বলে জানানো হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments