Image description

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) উত্তরবঙ্গ সফরের পথে সিরাজগঞ্জে এক বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন। ওইদিন বিকেল ২টা ৩০ মিনিটে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে অবস্থিত বিসিক (BSCIC) শিল্পপার্কে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দীর্ঘ ১৭ বছর পর দলীয় শীর্ষ নেতৃত্বের সরাসরি অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে জেলাজুড়ে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং চলছে ব্যাপক প্রস্তুতি। দোয়া মাহফিলকে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সভাস্থল সাজানো, নিরাপত্তা নিশ্চিতকরণ ও শৃঙ্খলা রক্ষায় সাংগঠনিকভাবে নিবিড় তদারকি করা হচ্ছে।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু দোয়া মাহফিলের বিষয়টি নিশ্চিত করে বলেন, “জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের নেতা তারেক রহমান। মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত এই মাহফিলে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ওলামা মাশায়েখ, দলের সকল স্তরের নেতাকর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষকে উপস্থিত থাকার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও যোগ করেন, এই দোয়া মাহফিল শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি দীর্ঘ সময় পর রাজপথের লড়াকু নেতাকর্মীদের জন্য প্রাণের স্পন্দন। এই কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের মাঝে ঐক্য ও সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় হবে।

দলীয় সূত্র জানায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জসহ পার্শ্ববর্তী জেলাগুলোর বিএনপি নেতাকর্মীদের মাঝেও বাড়তি উদ্দীপনা তৈরি হয়েছে। 

মানবকণ্ঠ/ডিআর