বেগম খালেদা জিয়া বিশ্বজুড়েই আপসহীনতার প্রতীক: আবু সাইদ চাঁদ
রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নেতা আবু সাইদ চাঁদ বলেছেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বাংলার মাটিতেই আপসহীন নন, তিনি বিশ্বজুড়ে অন্যায়ের কাছে মাথা নত না করার এক বিরল দৃষ্টান্ত। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাকে মিথ্যা মামলায় কারারুদ্ধ করে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু তিনি আমৃত্যু কোনো অপশক্তির কাছে আপস করেননি।”
মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে নন্দনগাছী স্কুল মাঠে বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সাইদ চাঁদ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, “বর্তমানে একটি দল আখেরাতের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তাদের এই অপপ্রচারে বিচলিত হওয়ার কিছু নেই। চারঘাট-বাঘায় ধানের শীষের গণজোয়ার দেখে একটি মহলের মাথা খারাপ হয়ে গেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে জনগণ তাদের উচিত জবাব দেবে।”
নিমপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল এবং নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান।
সভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, যুগ্ম সম্পাদক আবু সাইদ হিরু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বীর হোসেন মুকুট প্রমুখ।
অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments