Image description

ঢাকার কেরানীগঞ্জে নিখোঁজের ২০ দিন পর মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। নিহতরা হলেন; কেয়া রহমান (৩২) ও তার মেয়ে ফাতেমা (১৪)। 

বৃহস্পতিবার রাত আটটার দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নে মুক্তির বাগ এলাকার শামীম মিয়ার বাড়ির ৫তলা ভবনের ২য় তলার টয়লেটের জল ছাপ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহ দুটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা গেছে, শামীম মিয়া বাড়ির দ্বিতীয় তলায় ফাতেমার গৃহ শিক্ষিকা মিম ভাড়ায় বসবাস করত। গত ২৫ ডিসেম্বর শিক্ষিকার বাড়িতে পড়ার উদ্দেশ্যে ফাতেমা বাড়ি থেকে বের হয়। অনেক সময় পার হয়ে গেলে বাড়িতে ফিরে না আসলে তার মা তাকে খুঁজতে বের হয়। এরপর থেকে মা ও মেয়ে নিখোঁজ ছিল। এ ঘটনায় ফাতেমার বাবা  শাহিন মিয়া ঐদিন রাতেই কেরানীগঞ্জ মডেল থানায় একটি নিখোঁজ ডাইরি দায়ের করেন। 

বৃহস্পতিবার বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে দ্বিতীয় তালার ঘরের তালা ভেঙে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

কেরানীগঞ্জ মডেল থানার এস আই রনি মিয়া জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় গৃহশিক্ষিকা মিমসহ চারজনকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসা করার জন্য নেয়া হয়েছে। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে, বিস্তারিত পরে জানানো যাবে।