মুফতি আমির হামজার পুরোনো ভিডিও ভাইরাল: কুষ্টিয়ায় রাজনৈতিক উত্তেজনা
কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও আলোচিত ইসলামি বক্তা মুফতি আমির হামজার একটি পুরোনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে তাঁকে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে উপস্থাপন করতে দেখা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২৪ সেকেন্ডের ওই ভিডিও ফুটেজে আমির হামজাকে কোকোর নাম বিকৃত করে একটি পশুর নামের সঙ্গে তুলনা করতে দেখা যায়। এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। একজন প্রয়াত ক্রীড়া সংগঠককে নিয়ে এমন কুরুচিপূর্ণ ও অশালীন বক্তব্যের প্রতিবাদে নেটিজেনদের মাঝেও ক্ষোভ দেখা দিয়েছে।
কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে আমির হামজাকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার আল্টিমেটাম দিয়েছেন।
গত শুক্রবার রাতে এক লিখিত প্রতিবাদে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, “একজন ইসলামি বক্তার কাছ থেকে এমন অশালীন ও কাণ্ডজ্ঞানহীন ভাষা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটি আসন্ন নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার একটি উস্কানি ও চক্রান্ত।”
এদিকে বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে দুঃখ প্রকাশ করেছেন মুফতি আমির হামজা। তিনি দাবি করেন, ভিডিওটি ২০২৩ সালের।
তিনি বলেন, “মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্যটি ছিল ২০২৩ সালের। আমি সেই সময়ই বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেছিলাম। এখন পুরোনো ভিডিও কাটছাঁট করে যারা প্রচার করছেন, তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য এটি করছেন। আমি আবারও এ নিয়ে দুঃখ প্রকাশ করছি।”
তবে আমির হামজার দুঃখ প্রকাশের পরও সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য থামছে না। এ বিষয়ে জানতে চাইলে কুষ্টিয়া-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, “জেলা বিএনপির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। এ ছাড়া বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।”
মানবকণ্ঠ/ডিআর




Comments