খালেদা জিয়ার নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত: সৈয়দ ইশতিয়াক
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক আদর্শ ও আপসহীন নেতৃত্বকে বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ। তিনি বলেন, ‘আপসহীন এই নেত্রী আজীবন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় দৃঢ় অবস্থান বজায় রেখেছেন।’
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, ‘বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও আদর্শ শুধু বিএনপির জন্য নয়, বরং পুরো জাতির জন্য এক গর্বের বিষয়। দেশপ্রেম, গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে তাঁর দেখানো পথ চললে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।’
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করে সংসদে পাঠাতে হবে।
তিনি আরও যোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমেই দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব।
চৌমুহনী ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি তৌহিদুল ইসলাম মালুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান এবং সাধারণ সম্পাদক সাংবাদিক আলা উদ্দিন আল রনি।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাসুকুর রহমান, ফজলুর রহমান, ফরিদুর রহমান, হামিদুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্মরণসভা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
মানবকণ্ঠ/ডিআর




Comments