কুষ্টিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ মো. মাসুম আহমেদ (৩৪) নামে একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে কুষ্টিয়া মডেল থানার কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ী গ্রামে তার নিজ বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে জেলা গোয়েন্দা শাখার একটি দল বিশেষ অভিযান পরিচালনার জন্য কুষ্টিয়া শহরের চৌড়হাস মোড়ে অবস্থান করছিল। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, শৈলগাড়ী গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে মাসুম আহমেদের কাছে অবৈধ অস্ত্র রয়েছে। সংবাদের সত্যতা যাচাইয়ে ডিবি পুলিশ কুষ্টিয়া মডেল থানা পুলিশের সহযোগিতায় রাত আনুমানিক পৌনে ২টার দিকে মাসুমের বাড়িতে হানা দেয়।
অভিযানকালে মাসুম আহমেদকে তার ঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ ও ঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, একটি পুরাতন তলোয়ার এবং একটি চাপাতি উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাসুম আহমেদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। তাকে কুষ্টিয়া মডেল থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments