Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়া-দুর্গাপুর (রাজশাহী-৫) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী মোঃ নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে এ অভিযোগ এনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় ভোটার মোঃ জাফর ইকবাল।

১৩ জানুয়ারি পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই অভিযোগপত্রটি জমা দেন।

অভিযোগপত্রে ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ও তার সমর্থকদের বিরুদ্ধে একাধিক আচরণবিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট পয়েন্ট তুলে ধরা হয়েছে। গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শতাদিক কর্মী-সমর্থক নিয়ে পুঠিয়া বাজারে মিছিল, নির্বাচনী এলাকায় এখনো বিভিন্ন জায়গায় নিয়মবহির্ভূতভাবে ধানের শীষের পোস্টার ও প্রতীক টাঙানো রয়েছে বলে অভিযোগ পত্রে জানানো হয়।

এছাড়া বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলের নামে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ক্রমাগত ভোট প্রার্থনা এবং সাবেক ছাত্রদল নেতার মাধ্যমে রঙিন লিফলেট বিতরণের বিষয়গুলোও অভিযোগে উল্লেখ করা হয়েছে তাছাড়া 

প্রার্থীর নিজস্ব ফেসবুক আইডি থেকে 'ফ্যামিলি কার্ড'-এর নামে মানুষকে প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের সপক্ষে বেশ কিছু ফেসবুক ভিডিও লিংক ও ছবির প্রমাণাদিও আবেদনের সাথে দাখিল করা করেন অভিযোগকারী। 

অভিযোগকারীর অভিযোগের সত্যতা নিশ্চিত করে মোঃ মামুন সিভিল জজ নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনি এলাকা: ৫৬-রাজশাহী-০৫ (দুর্গাপুর ও পুঠিয়া) উপজেলা বিষয়টি আমলে নিয়ে রাজশাহী -৫ বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে শোকজ নোটিশ দেন। প্রার্থী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে শোকজ নোটিশের জবাব ১৮ জানুয়ারি দুপুর দুইটার সময় কোর্টে হাজিরা দিয়েছেন বলে জানা যায়।

অভিযোগকারী জাফর ইকবাল জানান, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমি এই আচরণবিধি লঙ্ঘনের প্রতিকারের জন্য এই অভিযোগ করছি। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশা করি এবং সব প্রার্থীই যেন নির্বাচনী আচরণবিধি লংঘন না করেন।