পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, একটি বিশেষ ও সংকটময় পরিস্থিতিতে এই সরকার দায়িত্ব নিয়েছিল। দেশকে একটি ভয়াবহ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটিয়ে স্থিতিশীল করা এবং রাষ্ট্র সংস্কার করাই আমাদের প্রধান লক্ষ্য। বর্তমান সরকারের মূল দায়িত্ব তিনটি— সংস্কার, বিচার এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। এই লক্ষ্য বাস্তবায়নেই সরকার কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬’ উপলক্ষে আয়োজিত প্রচারণামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা। সভায় কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকতে পারে, তবে রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনের জন্য এদেশের মানুষ গণভোটে ‘হ্যাঁ’ রায়ের পক্ষেই থাকবে। আগামী সংসদ নির্বাচনে স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে বিপুল সংখ্যক বিদেশী পর্যবেক্ষক উপস্থিত থাকবেন।”
পটুয়াখালীর জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ জেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এর আগে উপদেষ্টা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রচারণা উপলক্ষে আগত দর্শনার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সরকারের নির্বাচনী ও সংস্কার পরিকল্পনা নিয়ে কথা বলেন।
মানবকণ্ঠ/ডিআর




Comments