ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা হাসান মোল্লা (৪২)। ঘটনার ১৬ ঘণ্টা পার হলেও এখনো মামলা দায়ের হয়নি। তিনি গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাসান মোল্লা কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পর স্থানীয় নেতাকর্মীরা এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম বলেন, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ঘটনার রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান মোল্লা জানান, ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে হেলমেট ও চাদর পরা দুজন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। হামলাকারীদের শনাক্ত করতে পারেননি তিনি।
হাসান মোল্লার স্ত্রী তুহিনা বেগম বলেন, “ডাক্তাররা জানিয়েছেন, আমার স্বামীর অবস্থা এখনো আশঙ্কাজনক। কে বা কেন গুলি করেছে, কিছুই বুঝতে পারছি না।”
মানবকণ্ঠ/আরআই




Comments