কলাপাড়ায় বৃষ্টির মতো ঝরছে কুয়াশা: তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন
পটুয়াখালীর কলাপাড়া উপকূলে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গ্রামীণ জনপদ। ভোর থেকে বেলা বাড়া পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশা ঝরছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হাড়কাঁপানো শীত, যা উপকূলীয় জনজীবনে চরম দুর্ভোগ নামিয়ে এনেছে।
আজ শনিবার (২৪ জানুয়ারি) সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১১.০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এসময় কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০ মিটারের নিচে নেমে আসে।
তীব্র ঠান্ডায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হতে হচ্ছে তাদের।
অন্যদিকে, ঘন কুয়াশায় বিপাকে পড়েছেন বিভিন্ন যানবাহনের চালকরা। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে দিনের বেলাও সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
বাস চালক ইব্রাহিম বলেন, "কুয়াশার কারণে রাস্তা ঠিকমতো দেখা যায় না। এক্সিডেন্টের ভয়ে খুবই সতর্ক হয়ে গাড়ি চালাতে হচ্ছে। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হচ্ছে না।"
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস জানিয়েছে, শীতের এই তীব্রতা আগামী কয়েকদিন আরও বাড়তে পারে। উপকূলীয় এলাকায় কুয়াশার দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments