ফরিদপুরের সালথায় বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে মো. সিয়াম শেখ (১২) নামে এক স্কুলছাত্র গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই গ্রামের দুবাই প্রবাসী মো. ওবায়দুর শেখের ছেলে। সে স্থানীয় ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের পরিবারের সদস্যরা জানান, সিয়াম সম্প্রতি অনুষ্ঠিত ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় ৬টি বিষয়ে অকৃতকার্য হয়। পরীক্ষার ফলাফল প্রকাশের পর থেকেই পড়াশোনা ও ফলাফল নিয়ে পরিবারের সদস্যদের সাথে তার মনমালিন্য চলছিল। শুক্রবার সকালে পরিবারের সদস্যদের অগোচরে নিজ বসতঘরের বারান্দার আড়ার সাথে গলায় রশি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। পরে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত নিচে নামান এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মারুফ হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "খবর পেয়ে বিকেলে স্কুলছাত্রের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের দাবি—পরীক্ষায় পাস করতে না পারায় সে অভিমান করে আত্মহত্যা করেছে।"
মানবকণ্ঠ/ডিআর




Comments