Image description

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (২৬ জানুয়ারি) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বেশ কিছু এলাকায় টানা ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা গ্যাস সরবরাহ স্থগিত রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়
ব্রাহ্মণবাড়িয়া সদরের বিজেস্বর, ভাদুঘর, কাউতলী, পাইকপাড়া, মেড্ডা, নাটাই, গোকর্ণঘাট, বিরাসার ও ঘাটুরাসহ এসব এলাকার সংলগ্ন পার্শ্ববর্তী এলাকাগুলোতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়সীমার মধ্যে উল্লিখিত এলাকার আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। মেরামত কাজ শেষ হওয়ার সাথে সাথেই পুনরায় সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ।