Image description

ভোলার বোরহানউদ্দিনে নির্বাচনি প্রচারকালে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

শনিবার সকালে উপজেলার টবগী ইউনিয়নের মনিরাম বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বোরহানউদ্দিন পৌর জামায়াতের সেক্রেটারি মাকসুদুর রহমান জানান, ভোলা-২ আসন দৌলতখান-বোরহানউদ্দিনের জামায়াতে ইসলামির প্রার্থী মুফতি মাও. ফজলুল করীমের কর্মী ও সমর্থকদের প্রচারণায় বাঁধা দেয় বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিমের কর্মী-সমর্থকেরা। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি, পরে পাল্টাপাল্টি ধাওয়া ও একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে জামায়াতের ৬ কর্মী আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়।

এদিকে বিএনপির পক্ষ থেকে উপজেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট কাজী মোহাম্মদ আজম পাল্টা অভিযোগ করে বলেন, জামায়াতের সমর্থকেরাই প্রথমে উসকানি দিয়ে সংঘর্ষের সূত্রপাত ঘটায়। তারা স্থানীয় চৌকিদার বাড়িতে হামলা চালিয়ে ঘরের মালামাল ভাঙচুর করে নিয়ে যায়। এতে বাঁধা দিলে জামায়াত কর্মীরা ৫ জনকে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে।

এদিকে খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।