আন্তর্জাতিক কল রেট ও রেভিনিউ শেয়ারিংয়ের হার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের ৯ হাজার ১০ কোটি টাকা ক্ষতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক এবং বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। দুদকের ইতিহাসে এই প্রথম সংস্থাটির সাবেক কোনো কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির মামলা হলো।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির পরিচালক জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—বিটিআরসির সাবেক চেয়ারম্যান সুনীল কান্তি বোস, সাবেক চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, সাবেক কমিশনার (পরবর্তীতে চেয়ারম্যান ও দুদকের কমিশনার) মো. জহুরুল হক, সাবেক ভাইস চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান, সাবেক কমিশনার মো. রেজাউল কাদের ও মো. আমিনুল হাসান।
এজাহার সূত্রে জানা যায়, আসামিরা ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সরকারের অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক ইনকামিং কল রেট ০.০৩ ডলার থেকে কমিয়ে ০.০১৫ ডলার এবং সরকারের রেভিনিউ শেয়ার ৫১.৭৫ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ নির্ধারণ করেন। এর ফলে রেভিনিউ শেয়ার, কল রেট এবং বৈদেশিক মুদ্রা বাবদ রাষ্ট্রের মোট ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।




Comments