Image description

বিদেশগামী যাত্রীদের হয়রানি কমাতে এবং অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় বন্ধে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে মানি চেঞ্জারদের মাধ্যমে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করাতে সর্বোচ্চ ৩০০ টাকা ফি নির্ধারণ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বুধবার (৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জাররা বিদেশগামী নাগরিকদের বার্ষিক ভ্রমণ কোটা অনুযায়ী বৈদেশিক মুদ্রা (নোট, কয়েন ও ট্রাভেলার্স চেক) বিক্রির সময় পাসপোর্টে তা লিপিবদ্ধ বা এন্ডোর্সমেন্ট করবেন। এক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েকটি বাধ্যতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে:

১. সর্বোচ্চ ফি ৩০০ টাকা: বৈদেশিক মুদ্রা ক্রয়ের পরিমাণ যাই হোক না কেন, পাসপোর্ট এন্ডোর্সমেন্ট ফি কোনোভাবেই ৩০০ টাকার বেশি হওয়া যাবে না।
২. দৃশ্যমান তালিকা: প্রতিটি মানি চেঞ্জারের ব্যবসা প্রতিষ্ঠানের প্রকাশ্য ও দৃশ্যমান স্থানে এই এন্ডোর্সমেন্ট ফি স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে।
৩. রসিদ প্রদান: গ্রাহকের কাছ থেকে আদায়কৃত ফির বিপরীতে বাধ্যতামূলকভাবে লিখিত রসিদ প্রদান করতে হবে।
৪. হিসাব সংরক্ষণ: ভবিষ্যৎ অডিট ও তদারকির সুবিধার্থে আদায়কৃত ফির সঠিক হিসাব সংরক্ষণ করতে হবে।

বিদ্যমান ‘গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজ্যাকশনস-২০১৮’ অনুযায়ী প্রতিটি বৈদেশিক মুদ্রা বিক্রির ক্ষেত্রে যাত্রীর পাসপোর্ট ও বিমান টিকিটে তা যথাযথভাবে লিপিবদ্ধ করে অনুমোদিত কর্মকর্তার স্বাক্ষর ও সিল নিশ্চিত করতে হয়।

কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, এই নতুন নির্দেশনার ফলে বিদেশগামী যাত্রীদের মুদ্রা বিনিময় প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে এবং যাত্রীরা মানি চেঞ্জারদের কাছ থেকে নির্বিচারে অতিরিক্ত সার্ভিস চার্জ আদায়ের হাত থেকে রক্ষা পাবেন।

মানবকণ্ঠ/আরআই