Image description

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে স্ত্রীর সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে মো. জাফর (২৫) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বালুর রাস্তা (বৌবাজার) এলাকার ভোলা কলোনির একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

নিহত মো. জাফর বরিশালের মো. বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ভাটিয়ারীতে সাবেক ইউপি সদস্য রমজান আলীর মালিকানাধীন একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মো. জাফরের সাথে তাঁর স্ত্রী বিউটি বেগমের দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ও মনোমালিন্য চলে আসছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে সবার অলক্ষ্যে ঘরের ভেতরে বিমের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন জাফর। পরে পরিবারের লোকজন তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে দ্রুত নিকটস্থ ভাটিয়ারী বিএমএ (BMA) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোহেল রানা জানান, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মানবকণ্ঠ/ডিআর