Image description

আপাতত নাটক থেকে বিদায় নিলেন ছোটপর্দার অভিনেত্রী ফারিয়া শাহরিন। রবিবার (১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে ফারিয়া লেখেন, ‘যারা মাঝখানে আমাকে ফোন করেছিলেন, মেসেজ করেছিলেন কাজের জন্য, সরি আমি কারও ফোন ধরতে পারিনি, মেসেজের রিপ্লাইও করতে পারিনি। কারণ, ওই ফোনটাই আমি অনেক দিন ইউজ করিনি। সো, সবার রিপ্লাই একসঙ্গে দিচ্ছি, আপাতত নাটক এ কাজ করছি না। কবে করব এটাও জানি না, কিন্তু ভালো টিভিসি হলে করব। ধন্যবাদ।’

২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে বিনোদন জগতে পা রাখেন ফারিয়া শাহরিন। এরপর বিজ্ঞাপনে মডেল ও নাটকে অভিনয়ে নিজের জায়গা গড়ে তোলেন তিনি। ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকে অভিনেত্রীর কাজ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।

প্রসঙ্গত, ২০২৩ সালে দীর্ঘ চার বছর প্রেমের পর মাহফুজ রায়ানকে বিয়ে করেন ফারিয়া। চলতি বছরের প্রথম সন্তানের মা হন অভিনেত্রী। মূলত এরপরই মিডিয়া থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আপাতত নাটকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

মানবকণ্ঠ/আরএইচটি