আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘নূর’ অবশেষে মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বায়োস্কোপ প্লাসে। গত মাস আগে ছবির ৪২ সেকেন্ডের টিজার প্রকাশের পর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে শুভ-ঐশীর একটি ঘনিষ্ঠ চুম্বনের দৃশ্য। নদীর তীরে কাশবনে দাঁড়িয়ে ঐশীর ঠোঁটে ঠোঁট রেখে চুমু খান শুভ—এ দৃশ্যটি দেখে দর্শকদের একাংশ তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু করেন।
এবার সেই গুঞ্জন থামিয়ে নীরবতা ভাঙলেন ঐশী নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট জানান,
“‘নূর’-এ একটা চুম্বনের দৃশ্য আছে, এটা পুরোপুরি অভিনয়ের অংশ। বাস্তব জীবনে শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনো রোমান্টিক সম্পর্ক নেই।”
তিনি আরও যোগ করেন, “চুম্বনের দৃশ্য না থাকলেও তো অন্য কিছু থাকতই—নায়ককে ধাক্কা দেওয়া বা চড় মারার মতো। গল্প ও চরিত্রের প্রয়োজনে যা দরকার, সেটাই করতে হয়। এটা শুধুই পেশাদারিত্ব।”
শুভ-ঐশী জুটির এটি তৃতীয় সিনেমা। এর আগে তারা একসঙ্গে কাজ করেছেন ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২: ব্ল্যাক ওয়ার’-এ।
রায়হান রাফী পরিচালিত ‘নূর’-এর শুটিং শেষ হয়েছিল ২০২২ সালেই। সেন্সর বোর্ডে প্রথমবার ছাড়পত্র না মেলায় বিলম্ব হলেও দ্বিতীয়বার ছাড়পত্র পায় ছবিটি। এরপর বেশ কয়েকবার হলে মুক্তির খবর আসলেও শেষ পর্যন্ত তা হয়নি। অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
শিগগিরই বায়োস্কোপ প্লাসে স্ট্রিমিং শুরু হবে ‘নূর’।




Comments