দক্ষিণী সুপারস্টার ধানুশ এবং বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর-এর প্রেম ও বিয়ে নিয়ে নেটিজেনদের মাঝে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে চুপিসারে চলা সম্পর্ক এবার নাকি পরিণয়ের দিকে যাচ্ছে এমনই গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে।
খবরে বলা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ ফেব্রুয়ারি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা জুটি। বিয়ের স্থান হিসেবে রাজস্থানের রাজকীয় শহর উদয়পুরকে বেছে নেওয়ার কথা শোনা যাচ্ছে। সেখানকার একটি বিলাসবহুল প্রাসাদে সীমিত পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে গুঞ্জন রয়েছে।
জাঁকজমকপূর্ণ আয়োজনের বদলে ব্যক্তিগত পরিসরকেই প্রাধান্য দিতে চান ধানুশ ও ম্রুণাল। ফলে অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি থাকার সম্ভাবনাই বেশি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে ধানুশ কিংবা ম্রুণাল কেউই আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।
দীর্ঘদিন ধরেই তারা একে অপরকে ‘ভালো বন্ধু’ হিসেবে পরিচয় দিয়ে আসছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিতি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পারস্পরিক ঘনিষ্ঠতা ভক্তদের মনে নতুন করে সন্দেহ জাগিয়েছে। অনেকেই মনে করছেন, এই নীরবতার আড়ালেই বড় কোনো সুখবর লুকিয়ে আছে।
উল্লেখ্য, এটি ধানুশের দ্বিতীয় বিয়ে হতে পারে। এর আগে তিনি সুপারস্টার রজনীকান্ত-এর কন্যা ঐশ্বরিয়া রজনীকান্ত-এর সঙ্গে দীর্ঘ ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন। তাদের দুই পুত্রও রয়েছে। অন্যদিকে, ক্যারিয়ারের স্বর্ণসময় পার করা ম্রুণাল ঠাকুরের সঙ্গে ধানুশের বয়সের পার্থক্য নিয়েও আলোচনা চলছে। সব গুঞ্জনের মাঝেই প্রশ্ন রয়ে গেছে এই জল্পনা কি সত্যি পরিণয়ে রূপ নেবে? তার উত্তর মিলবে সময়ের সঙ্গেই।
মানবকণ্ঠ/আরআই




Comments