Image description

দেশের ফিনটেক, ফাইন্যান্স এবং আন্তর্জাতিক বিনিয়োগ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে চলেছেন শাহ কামাল। চট্টগ্রামের কাটাছরা থেকে উঠে আসা এই তরুণ ফাইন্যান্স বিশেষজ্ঞ তার কাজের মাধ্যমে দেশের গণ্ডি পেরিয়ে বৈশ্বিক অঙ্গনেও নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। আন্তর্জাতিক বিনিয়োগ কাঠামো, ডিজিটাল ফাইন্যান্সিং এবং এআই-নির্ভর ফিনটেক সল্যুশন নিয়ে কাজ করা শাহ কামাল এখন এই খাতের অন্যতম নির্ভরযোগ্য নাম।

২০০৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ফাইন্যান্সে স্নাতক সম্পন্ন করা শাহ কামালের রয়েছে ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার। যুক্তরাষ্ট্র, ইউরোপ, সিঙ্গাপুর ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ফান্ড মোবিলাইজেশন, স্ট্রাকচার্ড ফাইন্যান্স এবং উদ্ভাবনী ফাইন্যান্সিং মডেল তৈরিতে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

বিশ্বখ্যাত মার্কিন ইনভেস্টমেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান ‘ডেলফোস ইউএসএ’ (Delphos USA)-এর বাংলাদেশ প্রতিনিধি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনাকারী এই প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পে বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখেন।

বিনিয়োগ খাতের পাশাপাশি নীতি-নির্ধারণী গবেষণায়ও তার অবদান উল্লেখযোগ্য। বিশ্বব্যাংকের ‘ডিজিটাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্কিলস গ্যাপ অ্যানালাইসিস’ এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ‘অ্যাকসেস টু ডিজিটাল টুলস ফর গুড গভর্নেন্স’ গবেষণায় তার বিশ্লেষণ নীতিনির্ধারক মহলে গুরুত্ব পেয়েছে।

উদ্যোক্তা হিসেবেও সফল শাহ কামাল। বর্তমানে তিনি ফ্লিক বাংলাদেশ (Fleek Bangladesh) ও ওয়াইজ কর্পোরেশনের (Wise Corporation) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। এছাড়া প্রোম্যাক্স বাংলাদেশ লি. ও ডানকান বাংলাদেশ লি.-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ইআরপি সফটওয়্যার, এআই/এমএল সল্যুশন এবং ফিনটেক টুলস উদ্ভাবনে নেতৃত্ব দিচ্ছেন।

পেশাগত ব্যস্ততার মাঝেও তিনি লেখালেখিতে সক্রিয়। ‘সুদিন’ নামক উন্নয়ন-কেন্দ্রিক ম্যাগাজিনের প্রকাশক তিনি। অর্থনীতি, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়ন নিয়ে জাতীয় দৈনিকে নিয়মিত কলাম লিখছেন। তার বিশ্বাস, শিক্ষা, প্রযুক্তি আর ফাইন্যান্সের সমন্বয়েই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। সংশ্লিষ্টরা মনে করেন, শাহ কামালের মতো পেশাজীবীদের হাত ধরেই বাংলাদেশে প্রযুক্তি-নির্ভর অর্থনীতির ভিত্তি আরও মজবুত হবে।