Image description

ইয়েমেনের হাদরামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) যোদ্ধা ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। শুক্রবারের এই হামলায় অন্তত ৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন।

এসটিসি হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। গোষ্ঠীটির ওয়াদি হাদরামাউত ও মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক জানান, তাদের ‘আল-খাশআ’ ক্যাম্প লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়।

এর আগে, সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হাদরামাউত প্রদেশের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে। গত বছরের ডিসেম্বরের শুরুতে এসটিসি যোদ্ধারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলটি দখল করে নেয়। উল্লেখ্য, এসটিসি ইয়েমেনের দক্ষিণ অংশ নিয়ে ‘দক্ষিণ আরব’ (South Arabia) নামে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করতে চায়।

হাদরামাউতের গভর্নর এর আগে জানিয়েছিলেন, প্রদেশটি থেকে বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দিয়ে সামরিক অবকাঠামোগুলোর নিয়ন্ত্রণ নিতে তারা একটি ‘শান্তিপূর্ণ’ অভিযান পরিচালনা করবেন।

তবে এসটিসির কর্মকর্তা আমর আল-বিদ অভিযোগ করেছেন, শান্তিপূর্ণ অভিযানের কথা বলা হলেও ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরব বিমান হামলা শুরু করে। তিনি একে সৌদির ‘শান্তির ফাঁকা বুলি’ হিসেবে অভিহিত করেছেন।

আমর আল-বিদ বলেন, “সৌদি আরব শান্তিপূর্ণ অভিযানের ঘোষণা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্ত করছে। মূলত এই অভিযান শান্তিপূর্ণ রাখার কোনো ইচ্ছাই তাদের ছিল না।”

তিনি আরও যোগ করেন, “এর বড় প্রমাণ হলো, ঘোষণার মাত্র কয়েক মিনিটের মাথায় তারা সাতবার বিমান হামলা চালিয়েছে। একদিকে তারা উত্তেজনা প্রশমনের কথা বলছে, অন্যদিকে তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ বিপরীত বার্তা দিচ্ছে।”

সৌদি আরবের পক্ষ থেকে এখন পর্যন্ত এই বিমান হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।