ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তকে ‘‘শত কোটি হিন্দুর জয়’ ও সনাতন ধর্মাবলম্বীদের জয়’ হিসেবে আখ্যায়িত করেছে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। বিসিসিআইয়ের এই কঠোর নির্দেশনার পর দলটির প্রভাবশালী নেতা সঙ্গীত সোম এই মন্তব্য করেন।
শনিবার (৩ জানুয়ারি) বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া আনুষ্ঠানিকভাবে জানান, সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে ছেড়ে দেয়।
মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবিতে আগে থেকেই সোচ্চার ছিলেন বিজেপি নেতা সঙ্গীত সোম। এর আগে তিনি মুস্তাফিজকে দলে নেওয়ার কারণে কেকেআর-এর অন্যতম মালিক বলিউড বাদশা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বা ‘গাদ্দার’ বলে সম্বোধন করেছিলেন।
বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর এক প্রতিক্রিয়ায় সঙ্গীত সোম বলেন, “ভারতের ১০০ কোটি সনাতনির আবেগকে সম্মান জানানোর জন্য বিসিসিআইকে ধন্যবাদ। আমরা শুরু থেকেই বলেছিলাম যে এই বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না। এটি গোটা দেশের হিন্দুদের জয়।”
ভারতের রাজনৈতিক ও ধর্মীয় মহলে মুস্তাফিজের বিরুদ্ধে এই ক্ষোভের সূত্রপাত গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে। ধর্মীয় অবমাননার অভিযোগে সংঘটিত এই হত্যাকাণ্ড এবং বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন খবর ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকেই মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণের বিরোধিতা শুরু হয়।
বিজেপি নেতা কৌস্তভ বাগচি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, বাংলাদেশি ক্রিকেটার থাকলে কেকেআর-কে কলকাতায় ম্যাচ খেলতে দেওয়া হবে না এবং শাহরুখ খানকে শহরে ঢুকতে বাধা দেওয়া হবে। অন্যদিকে আধ্যাত্মিক গুরু দেবকিনান্দান ঠাকুরও মুস্তাফিজকে দল থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলেন।
মুস্তাফিজের ইস্যুতে ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা একসুরে সরব হয়েছিলেন। শিবসেনা নেতা সঞ্জয় নিরুপম মুস্তাফিজকে বাদ দেওয়ার দাবি তুলেছিলেন। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রিনাতে প্রশ্ন তুলেছিলেন, কেন বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তোলা হলো। এমনকি অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম উমার আহমেদ ইলিয়াসিও কেকেআর-এর সমালোচনা করেন এবং শাহরুখ খানকে ক্ষমা চাইতে বলেন।
উল্লেখ্য, এবারের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এটি ছিল আইপিএলে কোনো বাংলাদেশির জন্য সর্বোচ্চ মূল্যের রেকর্ড। তবে রাজনৈতিক ও সামাজিক প্রবল চাপের মুখে শেষ পর্যন্ত রেকর্ড মূল্যের এই পেসারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে কলকাতাকে।
মানবকন্ঠ/আরআই




Comments