Image description

শরীয়তপুরের ভেদরগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে মাদক সেবনের সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ ফুয়াদ সরকার (৫৫) নামের এক ব্যক্তিকে আটক  করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে উপজেলার কার্তিকপুর বাজার থেকে তাকে আটক করা হয়। ফুয়াদ সরকার সখিপুর থানার চর হোগলা এলাকার মৃত ফয়েজুল্লাহ সরকারের ছেলে। শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ফুয়াদ সরকারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে বিদ্যমান অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল কার্তিপুর বাজারে ফুয়াদের মালিকানাধীন মৎস্য খামারে অভিযান চালায়। যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে তার সশস্ত্র সহযোগীরা পালিয়ে যায়। এ সময় মাত্রাতিরিক্ত মাদকাসক্ত থাকায় ফুয়াদ সরকার ধরা পড়েন। পরে তার বসতঘর ও খামারে তল্লাশি চালিয়ে একটি এয়ারগান, ইয়াবা সেবনের সরঞ্জাম ও বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে যৌথ বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফুয়াদের সহযোগীদের ধরতেও তৎপরতা চালানো হচ্ছে।

মানবকণ্ঠ/ডিআর