
দীর্ঘ ২১ দিন চিকিৎসাধীন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মারা যান বাঘের থাবায় আহত অনুকূল গাইন। শুক্রবার রাতে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) মারা যান তিনি।
শনিবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সে তার মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। অনুকূল গাইন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আমুরবনিয়া গ্রামের মৃত মুকুন্দ গাইনের ছেলে ছিলেন। দুপুরে নিজ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। জানা যায়, গত ২৭ জানুয়ারি সকালে মাছ ধরতে বনে গিয়েছিলেন অনুকূল গাইন। সুন্দরবনের সুধীরের সিলা এলাকা পার হওয়ার সময় লোকালয় সংলগ্ন বনে যে ওত পেতে থাকা বাঘ তাকে আক্রমণ করে।
বাঘের থাবায় মেরুদ-সহ পেটে ক্ষত তৈরি হয়। সঙ্গী অপর জেলে মাহাবুব শেখের সাহসিকতায় অনুকূলকে জীবিত উদ্ধার করা গেলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। এদিকে বাঘের আক্রমণে নিহত অনুকূলের পরিবারকে বন বিভাগের পক্ষ থেকে সরকারি অনুদান দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা শাহাজাহান মোক্তাদির।
Comments