Image description

নড়াইলের নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া মসজিদ সংলগ্ন ঘাট থেকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। 
 
রোববার (২৮ মে) ভোরে লাশটি উদ্ধার করে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়। বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
 
নিহতের নাম আশিকুর রহমান খান (২৮)। তিনি নড়াগাতি থানার মাউলী ইউনিয়নের মহাজন উত্তর পাড়া গ্রামের মো. আছির খানের ছেলে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে শাহজাহান খান নামে এক নৌকার মাঝি নিখোঁজ আশিকুর রহমান খানের মরদেহ ভাসতে দেখেন। পরে স্থানীয়রা মিলে লাশ উদ্ধার করে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করেন।
 
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বলেন, নিখোঁজের জায়গা থেকে ১’শ গজের মধ্যেই লাশটি পাওয়া যায়। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
 
উল্লেখ্য, শনিবার (২৭ মে) দুপুর ১টার দিকে নবগঙ্গা নদীর ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হন আশিকুর খান। 

 

 
 
 
 
facebook sharing button
twitter sharing button
linkedin sharing button
blogger sharing button
pinterest sharing button
email sharing button
sharethis sharing button