বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে ফেরার খবর উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। বিশেষ করে ভারতীয় সংবাদমাধ্যমগুলো বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে তারেক রহমানের প্রত্যাবর্তনের সংবাদ।
এনডিটিভি লিখেছে, বুলেটপ্রুফ ব্যবস্থায় ঢাকায় তারেক রহমানের প্রবেশ, তাঁকে স্বাগত জানাতে জড়ো হন লাখো মানুষ।
টাইমস অব ইন্ডিয়া লিখেছে, ‘বাংলাদেশের আকাশে আবার’: দীর্ঘ নির্বাসন শেষে স্ত্রী, কন্যা ও পোষা বিড়ালসহ দেশে ফিরলেন তারেক রহমান; পেলেন উষ্ণ সংবর্ধনা।
হিন্দুস্তান টাইমস তারেক রহমানের দেশে ফেরার সংবাদ সরাসরি প্রকাশ করছে। শিরোনামে লিখেছে, ১৭ বছর নির্বাসনে থাকার পর ঢাকায় তারেক রহমান, শিগগিরই জনসভায় ভাষণ দেবেন।
এবিপি লিখেছ, জিয়ার ছেলে তারেক রহমান ১৭ বছর পর বাংলাদেশে ফিরলেন: এতে ভারতের ওপর কী প্রভাব পড়তে পারে?
এছাড়া দ্য হিন্দু ও আনন্দবাজারসহ বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম তারেক রহমানের প্রত্যাবর্তনের খবর প্রকাশ করেছে। তারেক রহমানের নেতৃত্বে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হতে পারে তা তুলে ধরেছে কয়েকটি সংবাদমাধ্যম।




Comments