Image description

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭০ জনে। একই সময়ে মশাবাহিত এই রোগ নিয়ে নতুন করে ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এই সময়ে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১২৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১২৬ জন, দক্ষিণে ১০৩ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন এবং বরিশাল বিভাগে ৭৭ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মৃত্যুতে শীর্ষে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (১৬৯ জন)। এরপর ঢাকা উত্তরে ৬২ জন এবং বরিশাল বিভাগে ৪৭ জন মারা গেছেন।

অন্যদিকে, চলতি বছর এখন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯২ হাজার ২১৭ জন। পরিসংখ্যানে দেখা যায়, আক্রান্তের দিক থেকে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ (২০ হাজার ৩৮৩ জন), আর সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে (৩৬০ জন)।