Image description

একটি বেসরকারি টেলিভিশন স্টেশনে ‘মানহানিকর’ বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপিকে আইনি নোটিশ পাঠিয়েছেন তার এক আত্মীয়।

বুধবার (২৬ নভেম্বর) খুলনার বাসিন্দা মো. তারেক আহমেদ চৌধুরীর পক্ষে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াছ আলী মণ্ডল।

পপির খুলনা ও ঢাকার ঠিকানায় রেজস্টিার্ড ডাকযোগে এই নোটিশ পাঠানো হয় বলে এই আইনজীবী জানিয়েছেন।

গত ২১ নভেম্বর সময় টেলিভিশনে পপি মো. তারেক আহমেদ চৌধুরীর বিরুদ্ধে ‘মিথ্যা’ ও ‘মানহানিকর’ অভিযোগ করেছেন বলে নোটিশে বলা হয়েছে।

নোটিশ দেওয়ার সাত দিনের মধ্যে সময় টিভিতে ক্ষমা প্রার্থনা করতে এবং একইসঙ্গে জনসমক্ষে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। তা নাহলে এই নায়িকার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে বলা হয়।