Image description

রাজধানীর কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাবকে ‘অনভিপ্রেত’ ও ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব। তিনি স্পষ্ট জানিয়েছেন, অসহায় ও গৃহহীন মানুষদের উচ্ছেদ করে সেখানে কোনো স্থাপনা নির্মাণের পরিকল্পনা বর্তমান সরকারের নেই।

বুধবার (২৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সরকারের এই অবস্থান তুলে ধরেন।

ফয়েজ আহমেদ তৈয়্যব তার পোস্টে উল্লেখ করেন, সম্প্রতি সফটওয়্যার খাতের বেসরকারি উদ্যোক্তা আলমাস কবির কড়াইল বস্তিতে হাইটেক পার্ক নির্মাণের প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, “হাজার হাজার মানুষ যখন অসহায়, তখন এ ধরনের দায়িত্বজ্ঞানহীন প্রস্তাব থেকে বিরত থাকা উচিত। সরকার অতীতেও এই প্রস্তাব আমলে নেয়নি এবং বর্তমানেও কড়াইল বস্তির জায়গায় কোনো ধরনের স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেই।”

তিনি জানান, কড়াইল বস্তির প্রায় ৪৩ একর জায়গা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (সাবেক টিএন্ডটি/বিটিসিএল) নামে থাকলেও, মামলার কারণে কর্তৃপক্ষ কখনোই এই জায়গার দখল বুঝে পায়নি। মানবাধিকার কর্মীদের পরামর্শ এবং মানবিক দিক বিবেচনায় আইসিটি বিভাগ সেখানে কোনো অবকাঠামো নির্মাণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

কারওয়ান বাজারের জনতা টাওয়ার ঝুঁকিপূর্ণ হওয়ায় সফটওয়্যার পার্ক স্থানান্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “সফটওয়্যার পার্ক তৈরির জন্য আমরা কড়াইলের বদলে আগারগাঁও, পূর্বাচল বা অন্য এলাকায় জমি চেয়েছি। ইতিমধ্যে আগারগাঁওয়ে একটি প্লট বরাদ্দের প্রক্রিয়া চলছে। সেখানে সফটওয়্যার পার্ক ও হাইটেক পার্কের হেড অফিস নির্মাণের পরিকল্পনা রয়েছে।”

আগুনে বিপর্যস্ত বস্তিবাসীর দুর্দশার সময়ে হাইটেক পার্ক স্থাপনের ‘আজগুবি’ প্রস্তাব দিয়ে সরকারকে বিব্রত না করার জন্য বেসরকারি উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান ফয়েজ তৈয়্যব। তিনি বলেন, “সরকারের পরিকল্পনার সঙ্গে আদৌ সংশ্লিষ্ট নয়, এমন বক্তব্য দেওয়া থেকে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে।