যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বরেই সুদের হার কমাতে পারে—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশায় বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন দেখা দিয়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সদ্য প্রকাশিত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্যের ওপর ভিত্তি করে ডলার ছেড়ে আবারও নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকছেন বিনিয়োগকারীরা।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার জিএমটি সময় সকাল ১০টা ১৯ মিনিটে স্পট গোল্ডের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৬১ দশমিক ৫৭ ডলারে দাঁড়িয়েছে। এটি গত ১৪ নভেম্বরের পর সোনার সর্বোচ্চ দাম। পাশাপাশি, ডিসেম্বরে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের ফিউচার্স গোল্ডের দামও ০ দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ১৫৭ দশমিক ৪০ ডলারে লেনদেন হচ্ছে।
বাজার বিশ্লেষকদের মতে, সুদের হার কমার সম্ভাবনা এবং ডলারের দুর্বল অবস্থানই সোনার দাম বাড়ার মূল কারণ। ইউবিএস-এর বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো জানান, বিনিয়োগকারীরা ডিসেম্বরে ফেডের সুদ কমানোর বিষয়টি নতুন করে মূল্যায়ন করছেন।
অর্থনৈতিক নীতি অনুযায়ী:
১. সুদের হার কমলে ডলার দুর্বল হয়, ফলে অন্য মুদ্রা ব্যবহারকারীদের জন্য সোনা কেনা সস্তা ও লাভজনক হয়ে ওঠে।
২. সুদ কমানোর ফলে বাজারে যে অর্থনৈতিক অনিশ্চয়তা বা মুদ্রাস্ফীতির ঝুঁকি তৈরি হয়, তার বিপরীতে সোনা একটি শক্তিশালী ‘হেজ’ বা সুরক্ষার মাধ্যম হিসেবে কাজ করে।
ফেডারেল রিজার্ভ যদি সত্যিই সুদের হার কমায়, তবে ডলারের বিকল্প হিসেবে আগামী দিনগুলোতে সোনার চাহিদা আরও বাড়বে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।




Comments