Image description

মানিকগঞ্জে বাউল শিল্পীদের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একে ‘উগ্রবাদী ও ধর্মান্ধদের’ হামলা উল্লেখ করে তিনি বলেছেন, এটি একটি ন্যাক্কারজনক ঘটনা।

আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবন উদ্বোধন শেষে উপস্থিতি সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বাউলদের ওপর হামলাকে তিনি বাংলাদেশের আবহমান গ্রামীণ সংস্কৃতির ওপর হামলা বলেই মনে করেন।

তিনি বলেন, বাউলদের উপরে হামলা, এটি একটি ন্যাকার জনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। এটি ডেফিনেটলি (নিশ্চিতভাবেই) বাংলাদেশের আবহমানের (আবহমান) যে সংস্কৃতি, গ্রামীণ যে সংস্কৃতি, বাউলরা গ্রামগঞ্জের গান করে বেড়ায় তাদের ওপরে হামলা। এটি একটি উগ্রবাদী ও ধর্মান্ধদের হামলা বলে মনে করি। 

উল্লেখ্য, গত ২০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রথম প্রহরে মাদারীপুরের একটি গানের আসর থেকে গ্রেপ্তার করা হয় প্রখ্যাত বাউল শিল্পী আবুল সরকারকে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ধর্ম অবমাননা করেছেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন।

এরপর গত রোববার আবুল সরকারের মুক্তির দাবিতে তাঁর সমর্থক ও বাউল শিল্পীরা পূর্বঘোষিত মানববন্ধনের জন্য জড়ো হলে তাঁদের ওপর হামলা চালায় ‘তৌহিদি জনতা’র ব্যানারে অংশ নেওয়াদের একাংশ। এই ঘটনার দু’দিন পর গতকাল মঙ্গলবার কিছু অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

মির্জা ফখরুল গতকাল কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানিয়েছেন। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঢাকার কড়াইল বস্তিতে কয়েক হাজার মানুষ বসবাস করে। অগ্নিকাণ্ডের ঘটনায় সেখানকার মানুষগুলো নিঃস্ব হয়ে গেছে। দরিদ্র মানুষগুলার জন্য এটি চরম আঘাত। তাই আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করেন এবং সুষ্ঠু তদন্ত করে অগ্নিকাণ্ডের সূত্রপাতের প্রকৃত ঘটনা বের করে আনেন।’  

অগ্নিকাণ্ডের ঘটনায় যদি কোন ব্যক্তি দায়ী হয়ে থাকে, তাহলে তাকে আইনের আওতায় আনারও দাবি জানান মির্জা ফখরুল।