মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংক লকার থেকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) যৌথ অভিযানে অগ্রণী ব্যাংকের দুটি লকার থেকে মোট ৮৩২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
আদালতের অনুমতি নিয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে লকারগুলো খোলা হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, জব্দকৃত অলংকারের মধ্যে উপহার হিসেবে পাওয়া বহু ‘নৌকা’ প্রতীকের স্বর্ণের রেপ্লিকা রয়েছে। এছাড়া পারিবারিক স্মারক হিসেবে পাওয়া গেছে শেখ হাসিনার ভাই শেখ কামালের এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিয়ের আংটিও। তালিকার অন্যান্য অলংকারের মধ্যে রয়েছে নানা ধরনের চুড়ি, বালা ও কানের দুল।
সিআইসি ও দুদকের দল মঙ্গলবার রাতে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার ৭৫১ ও ৭৫৩ নম্বর লকার দুটি ভেঙে এসব মালামাল জব্দ করে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর লকার দুটি জব্দ (ফ্রিজ) করা হয়েছিল। আইন অনুযায়ী গ্রাহকের অনুপস্থিতিতে লকার খুলতে আদালতের অনুমতির প্রয়োজন হয়, যা সংগ্রহ করার পরই এই অভিযান চালানো হয়। এদিন পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় থাকা শেখ হাসিনার আরও একটি লকার (১২৮ নম্বর) খোলা হয়।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর বিএফআইইউর নির্দেশে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয় এবং অন্তর্বর্তী সরকার তার ও তার পরিবারের দুর্নীতির তদন্ত শুরু করে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হলো।




Comments