ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিএনপির প্রার্থী তুলির বিরুদ্ধে আদালতে মামলা
ঢাকা-১৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলির বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে আঘাত’ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালতে পুরান ঢাকার ব্যবসায়ী ও সমাজসেবক হোসাইন মোহাম্মদ আনোয়ার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
বাদীর জবানবন্দি গ্রহণ শেষে আদালত অভিযোগটি আমলে নেন এবং পিবিআইকে বিষয়টি তদন্ত করে আগামী ২৬ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৪ নভেম্বর জাতীয় জাদুঘরের সামনে নারী ও শিশু ফোরাম আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখেন সানজিদা ইসলাম তুলি। সেখানে তিনি গত ২৭ অক্টোবর জামায়াতে ইসলামীর আমিরের দেওয়া ‘নারীদের কর্মঘণ্টা কমানো’ বিষয়ক বক্তব্যের সমালোচনা করেন। এই সমাবেশে দেওয়া তুলির কিছু মন্তব্য এবং স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিতর্কের সৃষ্টি হয়।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, সানজিদা ইসলাম তুলি তার বক্তব্যে ইসলামি শরিয়াহ ও বিবাহ প্রথা নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন।
সংবিধানের ৪১ অনুচ্ছেদ অনুযায়ী ধর্ম চর্চা মানুষের মৌলিক অধিকার। ইসলাম ধর্মে বিবাহ একটি গুরুত্বপূর্ণ বিধান এবং পবিত্র কোরআনের সুরা নিসা অনুযায়ী একজন পুরুষ চারটি পর্যন্ত বিবাহ করতে পারেন।
মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্ট, ১৯৩৭ অনুযায়ী বিবাহ ও তালাকের ক্ষেত্রে ইসলামি আইন প্রযোজ্য।
বাদী অভিযোগ করেন, তুলি ইসলামি বিবাহ রীতির বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে মুসলমানদের ধর্মীয় বিশ্বাসে আঘাত হেনেছেন, যা দণ্ডবিধির ২৯৫(ক) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।




Comments