প্রাগ্রসর চেতনার অগ্রণী পুরুষ, শহীদ অধ্যাপক মুনীর চৌধুরীর জন্মশতবর্ষ পূর্ণ হচ্ছে আগামীকাল (২৭ নভেম্বর)। তাকে শ্রদ্ধা জানাতে এদিন নাট্যদল ‘থিয়েটার’ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নিউ বেইলি রোডস্থ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে হবে এই বিশেষ অনুষ্ঠান। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানের মূল আকর্ষণ মুনীর চৌধুরীর সান্নিধ্যে আসা দুই কৃতী ব্যক্তিত্বের আলাপচারিতা। এতে অংশগ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
এই দুই বরেণ্য শিক্ষাবিদ মুনীর চৌধুরীর শিক্ষকতা, সাহিত্যকর্ম, প্রগতিশীল চিন্তা ও আদর্শ নিয়ে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় ও স্মৃতিচারণ করবেন।
আলাপচারিতা পর্বটি সঞ্চালনা করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
নবীন প্রজন্ম যারা মুনীর চৌধুরীকে দেখেনি, তাদের জন্য সুযোগ হবে তার কাছের মানুষের মুখ থেকে সরাসরি তার সম্পর্কে শোনা। এমনটাই মনে করছেন আয়োজকরা।




Comments